Pakkhhiraaj

বিচ্ছিন্ন কোনো দ্বীপপুঞ্জে, নাকি মুখোশের আড়ালে
অন্য কোনো ফুল ফোটে চেনা ফুলেদের সমান্তরালে
নিষেধ দেওয়াল প্রান্তিক আঁধার শরীরের মন খারাপ বলে
পক্ষিরাজেরা দণ্ডিত আজ আধাসামাজিক আস্তাবলে

তবু সত্যি হয় রূপকথারা
সাত সমুদ্র ১৩ নদী পার
নব আনন্দে জাগি
ছুঁয়ে ভালোবাসা তোমার

Oscar Wilde, Shakespear sonnet
Support group and Stonewall riot
Elton John and Navratilova
Freddy Mercury, Philadelphia
অর্ধনারীশ্বর শিখণ্ডী
Ismat Chughtai, Shabnam मौसी
My bro Nikhil in higher places
Ashok Rao कभी 377

তাই মেঘ সরে যায়
হেমন্তের জ্যোৎস্নায় তেপান্তর ভেসে যায়
দণ্ডিত যত পক্ষিরাজ, এলো আজ ওড়ার সময়
দণ্ডিত যত পক্ষিরাজ, এলো আজ ওড়ার সময়
দণ্ডিত যত পক্ষিরাজ, এলো আজ ওড়ার সময়
দণ্ডিত যত পক্ষিরাজ, এলো আজ ওড়ার সময়
ওড়ার সময়, ওড়ার সময়
ওড়ার সময়, ওড়ার সময়
ওড়ার সময়, ওড়ার সময়
ওড়ার সময়



Credits
Writer(s): Siddhartha Sankar Ray, Sibaji Paul
Lyrics powered by www.musixmatch.com

Link