Aaj Bujhechhi Majnu Keno

আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিলো
আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিলো
আমার মতো সেও যে প্রেমের আঘাত সয়েছিলো
আমার মতো সেও যে প্রেমের আঘাত সয়েছিলো
আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিলো

আমি বাসি মালার শুকনো গোলাপ
কে শোনে হায় আমার প্রলাপ
আমি বাসি মালার শুকনো গোলাপ
কে শোনে হায় আমার প্রলাপ
একদিন সাগর হবার স্বপ্ন নিয়ে আমার নদী বয়েছিলো
আমার মতো সেও যে প্রেমের আঘাত সয়েছিলো

প্রেমে মাতাল হয়েছিলাম
বেঁচে থাকার নেশা সে তো
জানলে কি আর বোকা এমন
আগুন নিয়ে খেলতে যেত

হায় রে কত সাধ মনে লুকায়
অনেক কুড়ি বৃন্তে শুকায়
হায় গো, ভালোবাসা কাক জোছনা
এক কবি কয়েছিলো
আমার মতো সেও যে প্রেমের আঘাত সয়েছিলো

আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিলো
আজ বুঝেছি মজনু কেন পাগল হয়েছিলো



Credits
Writer(s): Manna Dey, Gouri Prasanna Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link