Dekhe Elam Ruper Agun

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা

চোখ দুটোতে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা

চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা

আলোনেভা রাতটা যেমন
চুল তার কালো তেমন
আলোনেভা রাতটা যেমন
চুল তার কালো তেমন

সেই চুল ছিল বাঁধা এমন
যেন প্রজাপতি মেলছে পাখা
আহা চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা

অতএব কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বলতে হলো, "সেলাম, মেম সাহেব"
অতএব কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বলতে হলো, "সেলাম, মেম সাহেব", driver তো

রাগটাও চটকদারি
আহা বেশ মনোহারি
রাগটাও চটকদারি
আহা বেশ মনোহারি

পছন্দ তোর বলিহারি
এত সুন্দরি যায় না দেখা, বাহ!
চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
চোখ দুটো তে তুক আছে ভাই
খেয়ে গেলাম ভ্যাবাচ্যাকা

দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা
দেখে এলাম রূপের আগুন
ছুঁলে বোধহয় লাগবে ছ্যাঁকা



Credits
Writer(s): Pulak Banerjee, Avijit
Lyrics powered by www.musixmatch.com

Link