Ei Jhir Jhir Jhir Batase

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
তুমি কত দূরে তবু এই সুরে
মনে হয় যেন তুমি
আছো মোর পাশে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছি গো ভালো
জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছি গো ভালো
তুমি আছো বলে
তারা দীপ জলে
মেঘেরও আড়ালে চাঁদ
তাই যেন হাসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
জানো না কি ওগো মধুমিতা
আমারও মনেরও এই কথা
জানো না কি ওগো মধুমিতা
আমারও মনেরও এই কথা
মেঘে মেঘে আজ কত খেলা
রঙে রঙে আজ তাই মেলা
মেঘে মেঘে আজ কত খেলা
রঙে রঙে আজ তাই মেলা
দূর হতে দূরে হৃদয় যাই উড়ে
সোনালী স্বপ্নে ঝরা নীল নীলাকাশে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
তুমি কত দূরে তবু এই সুরে
মনে হয় যেন তুমি
আছো মোর কাছে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link