Ek jibane

এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে
নানা রঙে এঁকে যাও মননে সংগোপনে

এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে

এক জীবনে যায় কি গোনা আকাশভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা
এক জীবনে যায় কি গোনা আকাশভরা তারা
এক জীবনে যায় দেখা সব স্বপ্ন পাগলপারা

না, তবে কি ভুল স্বপ্ন রঙঝরা বকুল
না, তবে কি ভুল স্বপ্ন রঙঝরা বকুল
জানি না কী স্রোতে ভেসে ভেসে আজ
হারানু নিজের ঠিকানা

না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে
নানা রঙে এঁকে যাও মননে সংগোপনে

এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে

এক জীবনে যায় কি পাওয়া চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া হৃদয় যখন তখন
এক জীবনে যায় কি পাওয়া চাই যা মনের মতন
এক জীবনে যায় কি দেওয়া হৃদয় যখন তখন

না, তবে কি ভুল স্বপ্ন রঙঝরা বকুল
না, তবে কি ভুল স্বপ্ন রঙঝরা বকুল
এ মন ব্যাকুল, ছাড়িয়ে দু'কূল
হারাতে কোথায় মানা

না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে
নানা রঙে এঁকে যাও মননে সংগোপনে

এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
এক জীবনে, না, না, হয়তো নয় এক জীবনে
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
না, যাবে না তোমায় জানা
তুমি আকাশ অজানা
ঘুরে ঘুরে নানা সুরে
নানা রঙে এঁকে যাও মননে সংগোপনে



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link