Ja Ja Ferari Mon

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
সব পাখি উড়ে যায় যে অজানায়
সে অজানা নিরালায় ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়, পাতায়

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
সব পাখি উড়ে যায় যে অজানায়
সে অজানা নিরালায় ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায়, পাতায়

যা যা ফেরারি মন ছেড়ে স্মৃতির কোণ
যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ

যা, যা, যা, যা ফেরারি মন
ছেড়ে ধূসর স্মৃতির কোণ
যা, যা, যা, যা ফেরারি মন
ছেড়ে ধূসর স্মৃতির কোণ
হয়নি হয়নি জানা কখন ভিজেছে ডানা
শেষ খেয়া ফিরে গেছে কখন

আকাশ ডাকে আয় রে, আয় রে, আয়
বাউল মন ভাসুক দখিনায়
আকাশ ডাকে আয় রে, আয় রে, আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশে সাকিন এখন

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
সব পাখি উড়ে যায় যে অজানায়
সে অজানা নিরালায় ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায় পাতায়

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ

যা, যা, যা, যা ফেরারি মন
হয়তো সময় হলো এখন
যা, যা, যা, যা ফেরারি মন
হয়তো সময় হলো এখন
এসেছে ওড়ার ডাক, সব কিছু পড়ে থাক
হাজার গভীর গোপন

আকাশ ডাকে আয় রে আয় রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
আকাশ ডাকে আয় রে আয় রে আয়
বাউল মন ভাসুক দখিনায়
গোধূলি আকাশে সাকিন এখন

যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
সব পাখি উড়ে যায় যে অজানায়
সে অজানা নিরালায় ফের এক অধ্যায়
লেখা হোক ফুলের পাতায় পাতায়
যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ
যা যা ফেরারি মন, ছেড়ে স্মৃতির কোণ



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link