Krishno

তুমি আমার ধারনা বিশ্বাস করি না তোমায়,
তুমি আমার কামনা শিয়রে চাই না তোমায়।

তুমি আমার ধারনা বিশ্বাস করি না তোমায়,
তুমি আমার কামনা শিয়রে চাই না তোমায়।

তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।
তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।

আঙ্গুলের ডগায় রোদন, ছলকে বাড়ে বেদন,
শরীরে থাকনা গোপন, কেন ভালো নেই মন।

আঙ্গুলের ডগায় রোদন, ছলকে বাড়ে বেদন,
শরীরে থাকনা গোপন, কেন ভালো নেই মন।

তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।
তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।

বাতাসের পাড়ায় পাড়ায় রোদ্দুরে ঘুরে বেড়ায়
কখনো রাস্তা হারায়, মেঘ তোমায় দেখে যায়।

তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।
তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।

তুমি আমার ধারনা বিশ্বাস করি না তোমায়,
তুমি আমার কামনা শিয়রে চাই না তোমায়।

তুমি আমার ধারনা বিশ্বাস করি না তোমায়,
তুমি আমার কামনা শিয়রে চাই না তোমায়।

তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।
তুমি জোসনা ধারা এ বুকে তুমি জল কাঁদা
আমি যখন কৃষ্ণ সাঁজি তুমি কেন হও না রাঁধা।



Credits
Writer(s): Lutfor Hasan, Shomeshhar Ali
Lyrics powered by www.musixmatch.com

Link