Hemnagar

হেম নগরে রাজ বাড়িতে বাদ্য-ঢোল আর বাজে না,
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।
হেম নগরে রাজ বাড়িতে বাদ্য-ঢোল আর বাজে না,
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।
হেম নগরে রাজ বাড়িতে...

রাজ প্রাসাদ আজ তেমনি আছে, নেইরে রাজার দরবার,
উজির-নাজির নেই সেখানে, নেইরে তাদের কারবার।
রাজ প্রাসাদ আজ তেমনি আছে, নেইরে রাজার দরবার,
উজির-নাজির নেই সেখানে, নেইরে তাদের কারবার।
সন্ধ্যা হলে নাচ মহলে...
সন্ধ্যা হলে নাচ মহলে ঝাড় বাত্তি আর জ্বলে না
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।

হেম নগরে রাজ বাড়িতে বাদ্য-ঢোল আর বাজে না,
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।
হেম নগরে রাজ বাড়িতে...

সান বাধানো পুকুর ঘাটে রাজকন্যার জলকেলী নেই
ঘোড়ার খুরে পথে পথে ওড়ানো সেই ধুলী নেই।
দূরের কোন রাজ্য থেকে
দূরের কোন রাজ্য থেকে রাজপুত্র আসে না।
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।

হেম নগরে রাজ বাড়িতে বাদ্য-ঢোল আর বাজে না,
ঘুংড়ু পায়ে রঙ মহলে বাইজিরা আর নাচে না।
হেম নগরে রাজ বাড়িতে...



Credits
Writer(s): Lutfor Hasan, Shomeshhar Ali
Lyrics powered by www.musixmatch.com

Link