Ananya

ছেঁড়া তালির মেঘের তাঁবু ফেলে
আকাশ বুঝি সময় রুখে রাখে
হাওয়াও তাই হঠাৎ ভুলে গিয়ে
প্রলাপে এক ঝাপসা নাম আঁকে

অনন্যা অনন্যা
মৃগতৃষার কি যায় কায়া গড়ানো?
অনন্যা অনন্যা
জীবণ মানে শুধুই ছায়া জড়ানো

অনন্যা অনন্যা
মৃগতৃষার কি যায় কায়া গড়ানো?
অনন্যা অনন্যা
জীবণ মানে শুধুই ছায়া জড়ানো

এ মেঘ ঠেলে সময় ফের বইবে
হাওয়াও হবে মাটির মত মৌন
প্রত্যহের যেখানে পলি জমবে
স্মৃতির কণা একটা নাম গৌণ

এ মেঘ ঠেলে সময় ফের বইবে
হাওয়াও হবে মাটির মত মৌন
প্রত্যহের যেখানে পলি জমবে
স্মৃতির কণা একটা নাম গৌণ

অনন্যা অনন্যা
মৃগতৃষার কি যায় কায়া গড়ানো?
অনন্যা অনন্যা
জীবণ মানে শুধুই ছায়া জড়ানো

অনন্যা অনন্যা
মৃগতৃষার কি যায় কায়া গড়ানো?
অনন্যা অনন্যা
জীবণ মানে শুধুই ছায়া জড়ানো



Credits
Writer(s): Premendra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link