Bhor

ভোর হয় আবার
শিশিরে ভেজা রাস্তার
রঙগুলো খেলা করে
তোমার আঙ্গুলে

পাহাড়ের গান, পাথুরে রাস্তার ধোঁয়াটে সুর
বেজে ওঠে steering wheel-এ
পাহাড়ের গান, পাথুরে রাস্তার ধোঁয়াটে সুর
বেজে ওঠে steering wheel-এ

এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান
এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান

হাত বাড়ালেই মেঘ আর পাইনের সারি
চায়ের দোকানগুলো ঝেড়ে ফেলে দেয় ঘুমের ধুলো
পাথুরে রাস্তার তীব্র নগ্ন দেহ
খেলে কোনো জাদু-মন্তর
খেলে কোনো জাদু-মন্তর

এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান
এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান

এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান
এখনও তোমার দেহ স্বপ্নে ভেজা
আর এই কালের ঘ্রাণ তবু হয় ম্লান



Credits
Writer(s): Jack Rabbit, Inam Hussain Mallick
Lyrics powered by www.musixmatch.com

Link