Ekoda Ek Bagher

একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল

হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায়-

এমন সময় বগা মামা, বগা মামা
এমন সময় বগা মামা
বার করলো তার বুদ্ধির ধামা
এমন সময় বগা মামা
বার করলো তার বুদ্ধির ধামা

শেষে কস্তাকুস্তি ধস্তাধস্তি
শেষে অনেক কস্তাকুস্তি ধস্তাধস্তি
শেষে প্যাঁক করে হাড় বেরিয়ে গেল

একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল
হাড় ফুটিয়াছিল, ওগো, হাড় ফুটিয়াছিল
হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল
একদা এক বাঘের গলায়-



Credits
Writer(s): Ramkumar Chatterjee, Lalchand Boral
Lyrics powered by www.musixmatch.com

Link