Aami Bel Phool

আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়

এ ফুল পরিলে গলে বিরহীর প্রাণ জুড়ায়

বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়

আমার দেখা পাবার আশে
মেয়েরা বসে থাকে জানলার পাশে
আমার দেখা পাবার, পাবার আশে
মেয়েরা বসে থাকে জানলার পাশে

ফুলের মধুর বাসে হৃদয়, হৃদয়, হৃদয় হারায়

আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়

পয়সা নাহি থাকলে ঘরে
পয়সা নাহি থাকলে ঘরে
নিয়ে নাও না আজকে ধারে
পয়সা নাহি থাকলে ঘরে
পয়সা নাহি থাকলে ঘরে
নিয়ে নাও না আজকে ধারে

কাল নাহয় দিয়ো শোধ গন্ডায় কড়ায়
কাল নাহয় দিয়ো শোধ গন্ডায় কড়ায়, কড়ায়, কড়ায়

ওই পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়

এ ফুল পরিলে গলে
এ ফুল পরিলে গলে বিরহীর প্রাণ জুড়ায়, প্রাণ জুড়ায়

বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়
বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়



Credits
Writer(s): Amritlal Basu
Lyrics powered by www.musixmatch.com

Link