Odbhut Shei Cheleti

অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা
কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা
হাতে তার acoustic, পকেটে harmonica
কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা

আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি
কাউকে কিছু না বলে অভিমানে দূর দেশে দিল পারি
পকেটের টাকা শেষ, খাওয়া হয়নি কিছু
খিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু?
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার acoustic, পকেটে harmonica

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

একটি বনে ঢুকল সে, গাছগাছালিতে ঢাকা
আনমনা হয়ে প্রকৃতি দেখে, বিশাল বনে একা
খিদের জালায় অস্থির মন যাবে কী বাড়ি ফিরে?
তার চেয়ে জীবন ভালো বন্য প্রাণীর ভিড়ে
অদ্ভুত ছেলেটি শুরু করল গাওয়া
হাতে তার acoustic, পকেটে harmonica

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

পাহাড়ী ঝর্ণা রংধনু বাড়ির কথা ভোলায়
প্রকৃতি বলে গান গেয়ে যাও শুনছি আমি তোমায়
তুলে নিল সে হাতে গিটার অন্য এক সুরে
প্রতিভার কথা জানিয়ে দিল শান্ত প্রকৃতিকে

অদ্ভুত ছেলেটির শেষ হয়না গানটা
ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়
রয়ে যায় সে সুরটা

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

বলছে এ প্রকৃতি যে সুরের রঙে আঁকা
সেই ছেলেটির সবগুলো গান
হলোনাতো মোর শোনা
বনের একটি শুকনো ফুল, নাম না জানা
পাশে ঘুনে ধরা acoustic, ভাঙা harmonica
Harmonica
Harmonica
Harmonica



Credits
Writer(s): Saidus Salehin Khaled Sumon
Lyrics powered by www.musixmatch.com

Link