Bhabchi

অরুণোদয়ের অগ্নিসাক্ষী তুমি
নরম ঘাসের পেলবতা
সদ্য ফোঁটা গোলাপ কলির মতো
কোমল তোমার সজীবতা
তুমি যেন মোমের মূর্তি হয়ে
রয়েছ আমার হৃদয়ে
ছুঁয়ে দেখতেও দ্বিধা হয় তোমায়
যদি ভেঙ্গে যাও সেই ভয়ে

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দু'চোখ ভরে
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে, দূর থেকে

সাগরের নীল জলের মতো প্রশান্ত ওই মুখচ্ছবি
যেন পটে আঁকা বিমূর্ত শিল্পে তুমি অনন্যা প্রিয়দর্শিনী

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দু'চোখ ভরে
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে, দূর থেকে

প্রতিমার ছবি হয়ে তুমি অধরা আমার কাছে
দেবী হয়ে এসেছ তুমি কেড়েছ আমার হৃদয়টাকে

ইচ্ছে করে শুধু দেখি তোমায় দু'চোখ ভরে
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দু'চোখ ভরে
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি তোমায় দু'চোখ ভরে
রংধনুর সাতটি রঙে সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি...



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link