Khokon (Original)

পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এ কথা খোকন
পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এ কথা খোকন
তাকে ঘিরে কত হাসি-আনন্দ থাকতো ঘিরে যখন
ছোট্ট খোকন, বাবা আর মা, দুপুর-রাত্রি, সকাল-সন্ধ্যা
সুখের সাতকাহন, ভাবতো এ কথা খোকন
পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এ কথা খোকন

বাবা বেরোতেন সকাল বেলায় অফিস অভিমুখে
মার সারাদিন গুনগুন গাওয়া, ঘরের কাজ আর শুধু পথ চাওয়া
ফিরবেন বাবা সন্ধ্যে বেলায় কখন হাসিমুখে
দু'জনের চোখে কত ভালোবাসা, দেখতো সবই খোকন

পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এ কথা তখন

ছুটির দিনেতে নিকো পার্কেতে কিংবা চিড়িয়াখানায়
সারাদিন শুধু ছুট, আরও ছুট, Cadbury, আইসক্রিম, ডালমুট
খেলা আর খেলা, মার লিপস্টিক বাবার সাদা জামায়
বাবার চওড়া কাঁধেতে আরামে ঘুমোতো সে যখন

পৃথিবীটা বড় রঙিন, ভাবতো এ কথা তখন

খোকন এখন hostel-এ থাকে, রঙিন পৃথিবী কালো
বাবা করেছেন বিয়ে আবার, মা করেছেন live together
খোকন ছাড়া মোটামুটি আর সবাই রয়েছে ভালো
দু'টো পাড় যদি এক হতে না চায় সেতুর কি প্রয়োজন
বিষের প্যাকেট খোকনের হাতে, ভাবছে খোকন যাবে কোন খাতে
অনাহুত হয়ে বেঁচে থাকা, নাকি মৃত্যুর আয়োজন
অনাহুত হয়ে বেঁচে থাকা, নাকি মৃত্যুর আয়োজন

বিষ হাতে নিয়ে খোকন ভাবছে এ কথা এখন



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link