Intelectual (Original)

দেখতে পারছি এ শহরের বুকে
দেখতে পাচ্ছে না যারা
সংস্কৃতির graph উঠছে না নামছে
ফিতে নিয়ে মাপছেন তারা

কোনটা ভালো আর কোনটা যে মন্দ
নির্দেশ করে দেন তারা
লেনিন বন্দি হয়
থুরি থুরি, তরাস বন্দি হয় মানুষ বোঝে না বলে
মানুষই আবার জ্ঞানী, জিতে ভোট ফলাফলে
মানুষ তো মুরগি, ছাগলও বলা চলে
(মানুষ তো মুরগি, ছাগলও বলা চলে)

এ ভেবেই টিকে আছে যারা
তারা কারা? তারা কারা? তারা কারা?
বোধহয়, বোধহয় কাঁচরাপাড়া

শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
বুদ্ধিজীবীর সাজে নিজেদের ত্বক মেজে
জ্ঞানের বাটখারা তারা

এরা intellectual
এরা intellectual
(এরা intellectual)
(এরা intellectual)

লাদেন সন্ত্রাসী
লাদেন সন্ত্রাসী, বুশ নিরামিষাশী
এ কথা প্রচার করে যারা
আবার বুশ সন্ত্রাসী, লাদেন নিরামিষাশী
এ মত প্রচার করে যারা

তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে
তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে
দু'দিকেরই ঘুষ খায় দু'জনের হাতে হাতে
ভিক্ষাবৃত্তি করে যারা
তারা কারা? তারা কারা? তারা কারা?
বোধহয় নদী আগুন লেগে পাগলপারা

শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
বুদ্ধিজীবীর সাজে নিজেদের ত্বক মেজে
উহু উহু বাটখারা তারা

এরা intellectual
এরা intellectual
(এরা intellectual)
(এরা intellectual)

নচিকেতা-সুমনের অবদান ভুলে যান
Remake-এর গানই মনলোভা
এ কথা বলেন যারা বাংলা গানের খরা
কাটালো কি তাদের বাবা?
(ওরে, কাটালো কি তাদের বাবা?)

দেশে যে পায় না মান, তারাই তো যায় Cannes
দেশে যে পায় না মান, তারাই তো যায় Cannes
তৃতীয় বিশ্ব পায় ব্রোঞ্জের হনুমান
পুঞ্ছবৃত্তি করে যারা
তারা কারা? তারা কারা? তারা কারা?
মনে হয় ঘটিহারা

শিল্প-সংস্কৃতির ধারক-বাহক সেজে
বুদ্ধিজীবীর সাজে নিজেদের ত্বক মেজে
হা হা হা বাটখারা তারা

এরা intellectual
এরা intellectual
এরা intellectual
এরা intellectual

এরা intellectual
এরা intellectual
এরা intellectual
এরা intellectual



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link