Bish Sudhu Bish Dao (Original)

শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না
শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না

অমরত্বের লোভ করুক বিক্ষোভ
অমরত্বের লোভ করুক বিক্ষোভ
জীবনকে যদি দাও নীল বিষাক্ত ছোপ
থাকবে না, থাকবে না, থাকবে না ক্ষোভ
আমার মৃতদেহে ঝুলবে notice board
কর্তৃপক্ষ দায়ী না

শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না
শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না

ধংসের ব্যবসায় মগ্ন যে সভ্যতা
তার অমৃত চাই না

ধংসের ব্যবসায় মগ্ন যে সভ্যতা
তার অমৃত চাই না
বিভেদ মন্ত্রে দীক্ষিত যে সভ্যতা
তার অমৃত চাই না

সবুজ...
সবুজ পৃথিবীটাকে
যন্ত্রের কালো হাতে
সবুজ পৃথিবীটাকে
যন্ত্রের কালো হাতে
শ্বাসরোধ করে যে প্রগতি
পরিসংখ্যানে মাপে জীবনের ক্ষয়ক্ষতি
এমন প্রগতি চাই না

শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না
শুধু বিষ, শুধু বিষ দাও
অমৃত চাই না



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link