ChorChor Protidin Chori Jai (Original)

ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে
গ্রন্থকীটের দল বানায় নির্বোধ

এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace
এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"

ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে
গ্রন্থকীটের দল বানায় নির্বোধ

এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace
এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"

প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা

কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ
ন্যায়-নীতি ত্যাগ করে মানুষ আপস করে
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ

এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে
সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতেনাতে
এরপর কোনো রাতে চাকরটা অজ্ঞাতে
সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতেনাতে

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"

ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে
গ্রন্থকীটের দল বানায় নির্বোধ

এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace
এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"

প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা
প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা
প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা
প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা

জীবনীশক্তি চুরি গিয়ে আসে নিরাশা
সংঘাত-প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা

কখনো বাজারে গেলে দোকানী কিশোর ছেলে
কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে
কখনো বাজারে গেলে দোকানী কিশোর ছেলে
কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"

ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি করে
গ্রন্থকীটের দল বানায় নির্বোধ

এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace
এরপর চুরি গেলে বাবুদের briefcase
অথবা গৃহিণীদের সোনার necklace

সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে
চিৎকার করে বলে, "চোর, চোর, চোর, চোর, চোর"



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link