Ektu Dhhere Bao Majhi (Original)

একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও
একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও

ধীরে বৈঠা, ধীরে বাও, আমার দিকে ফিরে চাও
ধীরে বৈঠা, ধীরে বাও, আমার দিকে ফিরে চাও

একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও

ঐ দেখা যায় সবার উঁচু বটবৃক্ষের ডাল
ওর ছায়াতে মিশে আছে আমার শিশুকাল

মাঝিরে তোর কাছে বলি, সেই কথাটি কেমনে ভুলি?
মাঝিরে তোর কাছে বলি, সেই কথাটি কেমনে ভুলি?
স্মৃতির কণা বয়ে আনে মধুর দখিন বাও, মধুর দখিন বাও

একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও

মায়ের মুখের মিষ্টি বকা, বাবার আদরে
কখন যে হায় ১৬ বছর কেটে গেল রে

স্নেহের বাঁধন ছিন্ন করে যেতে হবে অন্য ঘরে
স্নেহের বাঁধন ছিন্ন করে যেতে হবে অন্য ঘরে
এ কথাটি জানি তবু একটু ধীরে যাও, একটু ধীরে যাও

একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও
একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও

ধীরে বৈঠা, ধীরে বাও, আমার দিকে ফিরে চাও
ধীরে বৈঠা, ধীরে বাও, আমার দিকে ফিরে চাও

একটু ধীরে বাও মাঝি, একটু ধীরে বাও
পিছন ফিরে চেয়ে দেখি সবুজ সোনার গাঁও



Credits
Writer(s): Allauddin Ali, Abdul Hai-al Hadi
Lyrics powered by www.musixmatch.com

Link