Je Jan Premer Bhab Janena (Original)

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা-দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা-দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না

কুটা-কাঁটায় মানিক পাইলো রে
কুটা-কাঁটায় মানিক পাইলো রে
অতল পানিতে ফেলিয়া দিল রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
ও হায়, সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটা-কাঁটায়, মন যে মানে না
সে জন মানিক চেনে না

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা-দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না

পিঁপড়া বোঝে চিনির দাম
পিঁপড়া বোঝে চিনির দাম
ও বানিয়া চেনে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে
ও হায়, মাটির প্রেমের মূল্য কে জানে
ধরায় আছে ক'জনা?
ধরায় আছে ক'জনা
যে জন মানিক চেনে না?

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা-দেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
ও সে জন সোনা চেনে না
সে জন সোনা চেনে না
ও সে জন সোনা চেনে না



Credits
Writer(s): Traditional, Mihir Basu
Lyrics powered by www.musixmatch.com

Link