Je Shokti

যে শক্তি হইতে উতপত্তি, সে শক্তি পত্নি কি কারন
কহো দেখি ভোলানাথের বিশেষ বিবরণ ।
যে শক্তি হইতে উতপত্তি, সে শক্তি পত্নি কি কারন
কহো দেখি ভোলানাথের বিশেষ বিবরণ ।
(কহো দেখি ভোলানাথের বিশেষ বিবরণ)
জানো কি শিব আমি তোমার শিবাণী
তোমায় গর্ভে ধরি আমি, এখন হলেম রমনী।
জানো কি শিব আমি তোমার শিবাণী
তোমায় গর্ভে ধরি আমি, এখন হলেম রমনী।
সমুদ্র মন্থন কালে বিষ পান করেছিলে
তখন ডেকেছিলে দুর্গা বলে
রক্ষা কর আপনি...
চলেছিলে বিষপানে, বাঁচালাম স্তন্য পানে
সেই দিন ভুলে কি বলেছ জননী
(সেই দিন ভুলে কি বলেছ জননী)
যে শক্তি হইতে উতপত্তি, সে শক্তি পত্নি কি কারন
কহো দেখি ভোলানাথের বিশেষ বিবরণ ।
(কহো দেখি ভোলানাথের বিশেষ বিবরণ ।)



Credits
Writer(s): Kabir Suman, Antony Firingi
Lyrics powered by www.musixmatch.com

Link