Chinta Naai

চিন্তা নাই চিন্তামণির বিরহ,
ঘুচিল এত দিনের পর |
অন্তরে জুড়াও গো কিশোরী,
হেরে অন্তরে বাঁকা বংশীধর |
যে শ্যাম-বিরহেতে ছিলে কাতরা নিরন্তর,
সেই চিকণ কাল, হৃদে উদয় হ'ল,
এখন সুশীতল কর গো অন্তর |
যদি অন্তরে অকস্মাৎ উদয় হ'ল রাধানাথ,
আছে এর চেয়ে বল কি সুমঙ্গল |
বুঝি নিবলো রাধে,
তোমার অন্তরের কৃষ্ণবিরহ অনল |
হেরে অন্তরে কালাচাঁদ অন্তরে পূরাও সাধ,
অন্তর করো না আর নীলকমল ||
এ সময় পরশিতে বলো না, হয় পাছে অমঙ্গল |
বিধি এই করুন, ঘুচুক শ্যাম বিচ্ছেদ
রাই তোমার |
ওগো চন্দ্রমুখী, কৃষ্ণসুখে সুখী,
তোমায় সদা দেখি সাধ সবাকার ||
গোপিকার করিলেন মাধব আজি
বিরহানল বুঝি সুশীতল ||



Credits
Writer(s): Kabir Suman, Bhola Moyra
Lyrics powered by www.musixmatch.com

Link