Aaji Enecho Tnahari Aashirbaad

আজি এনেছি তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে
আজি এনেছি তাঁহারি আশীর্বাদ
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে
আজি এনেছি তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে

আনন্দে তরুলতা নোয়াইছে মাথা
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা
কুসুম ফুটাইছে শত বরনে

আজি এনেছি তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে

আশা উল্লাসে চরাচর হাসে
আশা উল্লাসে চরাচর হাসে
কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে

আজি এনেছি তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে
আজি এনেছি তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link