Aay Ayere Pagol

আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে

তুই ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে

কোন হঠাৎ হাওয়ার ঢেউ উঠে তোর ঘরে
তোর ঘরের আগল যায় টুটে
ওরে, সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে
তোর দুয়ার ভাঙার সেই ফাঁকে

আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে

নানান গোলে তুফান তোলে চার দিকে
তুই বুঝিস নে মন, ফিরবি কখন কার দিকে
তোর আপন বুকের মাঝখানে
কী যে বাজায় আপন বুকের মাঝখানে
বাজায় কে জানে সেই জানে
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে
তোর আপন বুকের সেই ডাকে

আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে
তোর একটুখানির আপনাকে
আয়, আয় রে পাগল, ভুলবি রে চল আপনাকে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link