Aaye Ajagar Aaschhe Tere

খোকা, ছ'টা বেজে গেল, পড়তে বসো
বসছি, মা

পড়ো

অ-এ অজগর আসছে তেড়ে
আসছে তেড়ে (আসছে তেড়ে)
আমটি আমি খাবো পেড়ে
খাবো পেড়ে (খাবো পেড়ে)
ইঁদুরছানা ভয়ে মরে
ঈগল পাখি পাছে ধরে

উট চলেছে মুখটি তুলে
দীর্ঘ ঊ-টি আছে ঝুলে
ঋষি মশাই বসেন পূজায়
ঌ-কার যেন ডিগবাজি খায়
এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ দেখো ভাই, চাঁদ উঠেছে
ওল খেয়ো না, ধরবে গলা
ঔষধ খেতে মিছে বলা

কাকাতুয়ার মাথায় ঝুঁটি
খ্যাঁকশিয়ালি পালায় ছুটি
গরু-বাছুর দাঁড়িয়ে আছে
ঘুঘুপাখি ডাকছে গাছে

ঙ-এ নৌকা মাঝে ব্যাঙ
চিতা বাঘের সরু ঠ্যাং
ঙ-এ নৌকা মাঝে ব্যাঙ
চিতা বাঘের সরু ঠ্যাং
ছাগলছানা লাফিয়ে চলে
জাহাজ ভাসে সাগর জলে

ঝাড়ু হাতে এলো কানাই
এলো কানাই, এলো কানাই
ঞ-এ চড়ে নাচছে দু'ভাই
নাচছে দু'ভাই, নাচছে দু'ভাই
টিয়া পাখির ঠোঁটটি লাল
ঠাকুরদাদার শুকনো গাল
ডুলি কাঁধে বেহারা যায়
ঢুলি ভায়া ঢোলক বাজায়

মূর্ধণ্য নাকের 'পরে
তিমি আপন শিকার ধরে
মূর্ধণ্য নাকের 'পরে
তিমি আপন শিকার ধরে

থালা ভরা আছে মিঠাই
দোয়াত আছে, কালি নাই
ধোপা কেমন কাপড় কাচে
নাপিত ভায়া দাড়ি চাঁছে
পাখির বাসা হাওয়ায় নড়ে
ফোয়ারা হতে জল পড়ে

বুলবুলিটির মুখটি কালো
ভালুক জানে বাসতে ভালো
ময়ূর নাচে পেখম ধরে
যাঁতা ঘোরে হাতের জোরে
রাজহাঁসটির গলা সরু
লাঠির চোটে পালায় গরু
বাঘের যত সাহস চোখে
শকুন কাঁদে গরুর শোকে

ষাঁড় ছুটেছে পুকুরপাড়ে (পুকুরপাড়ে)
সিংহ রাগে কেশর নাড়ে (কেশর নাড়ে)
হাসি মুখটি দেখতে বেশ (দেখতে বেশ)
ড়-এর দফা হলো শেষ
ঢ়-এর মাথা কামড়ে খায়
খণ্ড-ত ঐ পুষির গায়ে
য় ছিল তাই গেলে বেঁচে
অনুস্বারটি হারিয়ে গেছে
বিসর্গ-এর মূঢ় পেট
চন্দ্রবিন্দুর মাথা হেঁট
চন্দ্রবিন্দুর মাথা হেঁট



Credits
Writer(s): Abhijit, Jogindranath Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link