Brishti Pore Tapur Tupur

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান
শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর

এক কন্যে রাঁধেন-বাড়েন, এক কন্যে খান
এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান
কন্যে বাপের বাড়ি যান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান
শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর

বাপেদের তিল-সিঁদুর, মালিদের ফুল
এমন খোঁপা বেঁধে দেবো হাজার টাকা মূল
বাপেদের তিল-সিঁদুর, মালিদের ফুল
এমন খোঁপা বেঁধে দেবো হাজার টাকা মূল

বৌ-বৌ-বৌ বাদ্যি বাজে
পাকুড় তলায় শেয়াল নাচে
বৌ-বৌ-বৌ বাদ্যি বাজে
পাকুড় তলায় শেয়াল নাচে
ও বৌ, তোর ঘোমটা খোল
দেখি বদনখান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান
শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর

বৌ পরেছে রাঙা শাড়ি, কানে সোনার দুল
এলিয়ে দিয়ে বসে আছে মেঘবরণ চুল
ও বৌ, তুই বাঁধ রে খোঁপা, করিসনে আর মান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান
ওরে, নদে এলো বান
ওরে, নদে এলো বান



Credits
Writer(s): Japamala Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link