Brishti Asuk

দূরে কোথাও ডাকছে পাখি
সুতো জড়ায় পায়
শ্রাবণ বলে, "মন খালি নেই
অন্য কোথাও যা"
তুমি বরং বৃষ্টি খোঁজো
এত ভেবে কাজ নেই
বৃষ্টি আসুক জানালা ভেঙে
ঝরুক তা থই থই

বাবুই পাখির মন ভালো নেই
অন্য সবাই চুপ
আকাশ দেখে দিন কাটে না
মন ভালো নেই খুব

তুমি বরং বৃষ্টি খোঁজো
এত ভেবে কাজ নেই
বৃষ্টি আসুক জানালা ভেঙে
ঝরুক তা থই থই

বলবো যদি বুঝবে কি
দু'চোখ ভেজে কি দেখি
কার ভুলে আজ সূর্যটা দেয় ফাঁকি?
এসব কথা ভুলে যাও
মেঘের ছিলে, মেঘের হও
খাঁচায় তোমার মন বসে না, হায় পাখি

তুমি বরং বৃষ্টি খোঁজো
এত ভেবে কাজ নেই
বৃষ্টি আসুক জানালা ভেঙে
ঝরুক তা থই থই

দূরে কোথাও ডাকছে পাখি
সুতো জড়ায় পায়
শ্রাবণ বলে, "মন খালি নেই
অন্য কোথাও যা"
তুমি বরং বৃষ্টি খোঁজো
এত ভেবে কাজ নেই
বৃষ্টি আসুক জানালা ভেঙে
ঝরুক তা থই থই



Credits
Writer(s): Bappa Majumder, Shahan Kabondho
Lyrics powered by www.musixmatch.com

Link