Prothom Shok

বনের ছায়াতে যে পথটি ছিল, সে আজ ঘাসে ঢাকা
সেই নির্জ্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না
আমি ফিরে তার মুখের দিকে তাকালেম বললেম, মনে পড়চে, কিন্তু ঠিক নাম করতে পারচিনে
সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই পঁচিশ বছর বয়সের শোক
তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা
অবাক হয়ে দাঁড়িয়ে রইলেম বললেম, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেচ
কোনো কথাটি না বলে সে একটু হাসলে বুঝলেম, সবটুকু রয়ে গেচে ঐ হাসিতে
বর্ষার মেঘ শরতে শিউলিফুলের হাসি শিখে নিয়েচে
আমি জিজ্ঞাসা করলেম, আমার সেই পঁচিশ বছরের যৌবনকে কি আজো তোমার কাছে রেখে দিয়েচ
সে বললে, এই দেখনা আমার গলার হার দেখলেম, সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি
আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই পঁচিশ বছরের যৌবন আজও তো ম্লান হয়নি
আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে
বললে, মনে আছে, সেদিন বলেছিলে, তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও
লজ্জিত হয়ে বল্ লেম, বলেছিলেম কিন্তু, তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেম
সে বললে, যে অর্ন্তযামীর বর, তিনি তো ভোলেন নি আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি আমাকে বরণ করে নাও
আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেম, একি তোমার অপরূপ মূর্ত্তি
সে বললে, যা ছিল শোক, আজ তাই হয়েচে শান্তি



Credits
Writer(s): Surojeet Das
Lyrics powered by www.musixmatch.com

Link