Marjona

ও গো প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি
মোরে দয়া করে করো মার্জনা করো মার্জনা
ভীরু পাখির মতো তব পিঞ্জরে এসেছি
ওগো তাই বলে দার করুণা রুদ্ধ করো না
মোর যাহা-কিছু ছিল কিছুই পারিনি রাখিতে
মোর উতলা হৃদয় তিলিক পারিনি ঢাকিতে
সখা তুমি রাখো ঢাকি
তুমি করো মোরে করুণা
ওগো আপনার গুণে অবলারে করো মার্জনা করো মার্জনা
ওগো প্রিয়তম যদি নাই পারো ভালোবাসিতে
তবু ভালোবাসা করো মার্জনা করো মার্জনা
তব দুটি আঁখি কোন ভোরে দুটি কণা হাঁসিতে
এই অসহায় পানে যেওনা বন্ধু যেওনা
আমি সম্বরি বাস ফিরে যাব দ্রুত চরণে
আমি চুকিত সরনে লুকাবো আধার মরনে
আমি দুই হাতে ঢাকিবো নগ্ন হৃদয় বেদনা
ওগো প্রিয়তম তুমি অভাগীরে
করো মার্জনা করো মার্জনা
ওগো প্রিয়তম যদি চাও মোরে ভালোবাসিয়া
মোর সুখ রাশি করো মার্জনা করো মার্জনা
যবে সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
তুমি দূর হতে বসি হেঁসোনা গো সখা হেঁসোনা
যবে রানীর মত রূপসী বউ রতনে আসনে
যবে বাধিবো তোমায় নিবিড় প্রনয় শাসনে
যবে দেবীর মত পুরাব তব বাসনা
ওগো তখন হেনাথ গড়-বীরে করো মার্জনা করো মার্জনা



Credits
Writer(s): Surojeet Das
Lyrics powered by www.musixmatch.com

Link