Ma Go Durga Ma Go

মা গো দুর্গা, মা গো দুর্গা
মা গো দুর্গা, মা গো দুর্গা

তোমাকে ভক্তি করে পাবো আলো
ঘুচবে যত জগতের কালো
সবাই মোরা থাকবো যে ভালো
দুর্গা মা গো, দুর্গা, দুর্গা মা গো, দুর্গা

মা গো দুর্গা, মা গো দুর্গা
মা গো দুর্গা, মা গো দুর্গা

আগে তো বুঝিনি তোমার মাহাত্ম্য
পার্থিব যা, সবই যে অনিত্য
আগে তো বুঝিনি তোমার মাহাত্ম্য
পার্থিব যা, সবই যে অনিত্য

সুখস্মৃতির মাঝে তুমি দিয়ে যাও নাড়া
দুঃখের দিনে পাই যেন মা সদাই তোমার সাড়া
অন্তরে মোর ভক্তি-ভাব অতুল মাপে ঢালো
অন্তরে মোর ভক্তি-ভাব অতুল মাপে ঢালো
জীবনের যত ভ্রান্তি-ভ্রমে বহ্নিশিখা জ্বালো

মা গো দুর্গা, মা গো দুর্গা
মা গো দুর্গা, মা গো দুর্গা

ন্যায় ধর্ম সত্য যেথা রয় নিরন্তর
সেথা যেতে চায় বারবার বুঝি আমার এ অন্তর
ন্যায় ধর্ম সত্য যেথা রয় নিরন্তর
সেথা যেতে চায় বারবার বুঝি আমার এ অন্তর

মায়ায় বেঁধে কেন মা গো রও অন্য পথে পথে
ডেকে নাও তুমি এই জনমের সঠিক সত্য ব্রতে
চিন্ময়ী রূপে মাগো এবার চিতের দুয়ার খোলো
চিন্ময়ী রূপে মাগো এবার চিতের দুয়ার খোলো
ঘুচে যাক সব বাধা, যত আঁধার নিকশ কালো

মা গো দুর্গা, মা গো দুর্গা
মা গো দুর্গা, মা গো দুর্গা

তোমাকে ভক্তি করে পাবো আলো
ঘুচবে যত জগতের কালো
সবাই মোরা থাকবো যে ভালো
দুর্গা মা গো, দুর্গা, দুর্গা মা গো, দুর্গা
দুর্গা মা গো, দুর্গা, দুর্গা মা গো, দুর্গা



Credits
Writer(s): Joydeep Roy
Lyrics powered by www.musixmatch.com

Link