Aami Jodi Mandire Tor

জয় জয় দূর্গা, জয় জয় সারদা
(জয় জয় দূর্গা, জয় জয় সারদা)
জয় জয় দূর্গা, জয় জয় সারদা
(জয় জয় দূর্গা, জয় জয় সারদা)

মাগো, এ কথা ভেবে বড়ো আনন্দ পাই
হৃদয় মনিকোঠায় নিয়েছ যে ঠাই
হৃদয় মনিকোঠায় নিয়েছ যে ঠাই
এ কথা ভেবে বড়ো আনন্দ পাই

জয় জয় দূর্গা, জয় জয় সারদা
(জয় জয় দূর্গা, জয় জয় সারদা)

তুমি মা জননী, আমি সন্তান
এই মানবজীবন তোমারই তো দান
তুমি মা জননী, আমি সন্তান
এই মানবজীবন তোমারই তো দান

সেই আনন্দের আজ সীমানা যে নাই

জয় জয় দূর্গা, জয় জয় সারদা
(জয় জয় দূর্গা, জয় জয় সারদা)

মাগো, তোমা হতে পেয়েছি ধরণীর আলো
তোমারই প্রেরণা তাই পথ যে দেখাল
(মাগো, তোমা হতে পেয়েছি ধরণীর আলো
তোমারই প্রেরণা তাই পথ যে দেখাল)

ও রাঙা-চরণে আমি প্রণতি জানাই
ও রাঙা-চরণে আমি প্রণতি জানাই

জয় জয় দূর্গা, জয় জয় সারদা
(জয় জয় দূর্গা, জয় জয় সারদা)

তুমি শিবানী, শান্তি-প্রদায়িনী, মা
সর্বগুণে গুণময়ী অনুপমা
তুমি শিবানী, শান্তি-প্রদায়িনী, মা
সর্বগুণে গুণময়ী অনুপমা

তোমারই জয়গান শুধু গেয়ে যাই

জয় জয় দূর্গা, জয় জয় সারদা
জয় জয় দূর্গা, জয় জয় সারদা
জয় জয় দূর্গা, জয় জয় সারদা
জয় জয় দূর্গা, জয় জয় সারদা



Credits
Writer(s): Smt.uma Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link