Naam Na Jana

নাম না জানা ফুলের সুবাস হয়ে বুঝি তুমি এলে
কোন অভিমানের বেদনায় আমায় ভুলে ছিলে
নাম না জানা ফুলের সুবাস হয়ে বুঝি তুমি এলে
কোন অভিমানের বেদনায় আমায় ভুলে ছিলে
মন-আকাশে রামধনু রঙ চড়িয়ে দিলো আলো
জাগলো প্রাণে নব শিহরণ, লাগছে সবই ভালো

নাম না জানা ফুলের সুবাস হয়ে বুঝি তুমি এলে
কোন অভিমানের বেদনায় আমায় ভুলে ছিলে

তপ্ত মরু ছিল হৃদয় বর্ষা হয়ে এলে
তৃষ্ণা মিটলো মন চাতকের প্রথম বৃষ্টির জলে
তুমি এলে, এলো বসন্ত, রঙে-রসে ভরে গেল
মন যমুনা প্রাণ গঙ্গায় মিলে একাকার হলো

কাশফুলের ছোঁয়া হয়ে শরতের এই ভোরে
ছুঁয়ে যাবার রেশটুকু রয়েছে অন্তর জুড়ে
শীতের শেষে তোমারই পরশ সোনা রোদ নিয়ে এলো
এমনি করে আর কতকাল লুকিয়ে থাকবে বলো

নাম না জানা ফুলের সুবাস হয়ে বুঝি তুমি এলে
কোন অভিমানের বেদনায় আমায় ভুলে ছিলে
মন-আকাশে রামধনু রঙ চড়িয়ে দিলো আলো
জাগলো প্রাণে নব শিহরণ, লাগছে সবই ভালো



Credits
Writer(s): Alaap Dudul
Lyrics powered by www.musixmatch.com

Link