Sandhani Pakhi

ঘুম আসবে তার চোখে, ঠোঁটে, মুখে
ভীতু কবিদের আবদার- রোশনাই চাই পার্ক স্ট্রিটে
ঘুম আসবে তার চোখে, ঠোঁটে, মুখে
ভীতু কবিদের আবদার- রোশনাই চাই পার্ক স্ট্রিটে

হেঁটেছি সে পথে শব্দের collage-এ
সাথে ছন্দের সূচনা
ধার করা দেয়ালে, জং পড়া খেয়ালে
আবার ছন্দের মূর্ছনা

এই ঠুনকো কবিতায় তার ঘুম ভাঙেনি
হাতের মুঠোয় তুষারপাত
এজলাসি বুকের এই সংঘাত
খুচরোয় ভুল করা থামেনি, হাঁটতে পারিনি
ঝড় আসুক, আসুক এ সভ্যতায়
শিরিষ ফুলের ঘ্রাণ তার ছোঁয়ায়
ভুল কোনো করিনি, তাকেও ভুলতে পারিনি

নিশুতির ছবিতে ঠিক ভুল ফাঁকিতে
এই আত্মাও দিলাম না হয় সন্ধানী পাখিকে
পিদিমের খোলসে মেঝে ঘেঁষা আলোতে
এই রাতটাও দিলাম না হয় সন্ধানী পাখিকে

আবুলিশ ঢেউ ব্যস্ত ঠোঁটে ঘুম নেই
পাখি আমার চোখে
ভাঙা আলো দিস মাসকাবারি
বলো পাখি, তার কোথায় বাড়ি?

এই ঠুনকো কবিতায় তার ঘুম ভাঙেনি
হাতের মুঠোয় তুষারপাত
এজলাসি বুকের এই সংঘাত
খুচরোয় ভুল করা থামেনি, হাঁটতে পারিনি
ঝড় আসুক, আসুক এ সভ্যতায়
শিরিষ ফুলের ঘ্রাণ তার ছোঁয়ায়
ভুল কোনো করিনি, তাকেও ভুলতে পারিনি

গুঁড়ো চাঁদ চুমুকে, নিশাচর আলিখে
এই রাতটাও দিলাম না হয় সন্ধানী পাখিকে
জল হাত নিভোলে, ধুলো ধুলো চাদরে
এই রাতটাও দিলাম নাহয় সন্ধানী পাখিকে

আবুলিশ ঢেউ ব্যস্ত ঠোঁটে ঘুম নেই
পাখি আমার চোখে
ভাঙা আলো দিস মাসকাবারি
বলো পাখি, তার কোথায় বাড়ি?

এই ঠুনকো কবিতায় তার ঘুম ভাঙেনি
হাতের মুঠোয় তুষারপাত
এজলাসি বুকের এই সংঘাত
খুচরোয় ভুল করা থামেনি, হাঁটতে পারিনি
ঝড় আসুক, আসুক এ সভ্যতায়
শিরিষ ফুলের ঘ্রাণ তার ছোঁয়ায়
ভুল কোনো করিনি, তাকেও ভুলতে পারিনি

হাতের মুঠোয় তুষারপাত
এজলাসি বুকের এই সংঘাত
খুচরোয় ভুল করা থামেনি, হাঁটতে পারিনি
ঝড় আসুক, আসুক এ সভ্যতায়
শিরিষ ফুলের ঘ্রাণ তার ছোঁয়ায়
ভুল কোনো করিনি, তাকেও ভুলতে পারিনি

হাতের মুঠোয় তুষারপাত
এজলাসি বুকের এই সংঘাত
খুচরোয় ভুল করা থামেনি, হাঁটতে পারিনি
ঝড় আসুক, আসুক এ সভ্যতায়
শিরিষ ফুলের ঘ্রাণ তার ছোঁয়ায়
ভুল কোনো করিনি, তাকেও ভুলতে পারিনি



Credits
Writer(s): Jishnu Brahma
Lyrics powered by www.musixmatch.com

Link