Digbijoyer Gaan

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাপটাও
দেখো বিদ্রোহ আজ নাচে

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাপটাও
দেখো বিদ্রোহ আজ নাচে
দিগ্বিজয়ের গান গাও

সোনা চূড়া গ্রামের মাটিতে
বীরাঙ্গনার পায়ে পায়ে
বিদ্রোহ পুরোনো ঘাঁটিতে
বিদ্রোহ বাংলার গাঁয়ে
১৪ই মার্চ ২০০০
সাতের তারিখ মনে রেখে
গণহত্যায় একাকার
মুহূর্ত আছে মুখ ঢেকে

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাপটাও
দেখো বিদ্রোহ আজ নাচে
দিগ্বিজয়ের গান গাও

আক্রোশে ফাটে সেই মুখ
চিৎকার আগুন জ্বালাবে
দেশ জুড়ে আগুন লাগুক
দেখি ওরা কোথায় পালাবে
কোথায় পালাবে ঘাতকেরা
পুলিশের কোলে নেবে ঠাঁই
স্বজন হারানো মানুষেরা
বলবেই প্রতিশোধ চাই

প্রতিশোধ চাই দিনে-রাতে
দিন বদলের তালে তালে
পাকানো মুঠোয়, হাতে হাতে
বিদ্রোহ এই দিনকালে

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাপটাও
দেখো বিদ্রোহ আজ নাচে
দিগ্বিজয়ের গান গাও



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link