Bishudhyata

সুনীলরা চান ভাষার বিশুদ্ধতা
যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন
নন্দীগ্রামে শিশুর মৃতদেহে
সুনীল দেখেন বিশুদ্ধতার গুণ

সুনীলরা চান ভাষার বিশুদ্ধতা
যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন
নন্দীগ্রামে শিশুর মৃতদেহে
সুনীল দেখেন বিশুদ্ধতার গুণ

সুমন মানেই অসংযত খালি
অনেক বছর প্রচার করে গেলে
গানবাজনার মিথ্যে গেরস্থালি
বলো কবীর, কোথায় তুমি পেলে?

মহাশ্বেতাও অসংযত বড়ো
রায় দিয়েছেন শুদ্ধজনের দল
এসো সবাই, শুদ্ধ কাব্য পড়ো
গাঁয়ের মানুষ বলছে, "হামলা বল!"

সুনীলরা চান ভাষার বিশুদ্ধতা
যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন
নন্দীগ্রামে শিশুর মৃতদেহে
সুনীল দেখেন বিশুদ্ধতার গুণ

দেখুন সুনীল, অশুদ্ধ এই গাঁয়ে
শাসকদলের শুদ্ধি অভিযান
নাচুন এবার ঘুঙুর বেঁধে পায়ে
বাঁধুন মিঠে শাসকদলের গান

সঙ্গে নিলেন কাদের কবিগুরু?
শুদ্ধ বাক্য, শুদ্ধ কথা মুখে
গাঁয়ের চামড়া বিশুদ্ধ আর পুরু
থাকুন সুখে শাসকদলের বুকে

সুনীলরা চান ভাষার বিশুদ্ধতা
যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন
নন্দীগ্রামে শিশুর মৃতদেহে
সুনীল দেখেন বিশুদ্ধতার গুণ

সুনীলরা চান ভাষার বিশুদ্ধতা
যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন
নন্দীগ্রামে শিশুর মৃতদেহে
ওরা দেখেন বিশুদ্ধতার গুণ



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link