Na Chahile Jare Pawa Jai

১৩৪০ সনে রবীন্দ্রনাথ ঠাকুর
তাঁর ৭২ বছর বয়সে রচনা করলেন
"না চাহিলে যারে পাওয়া যায়"
পরে গানখানি "মেঘ ও রৌদ্র"
ছায়াছবিতে ব্যবহার করা হয়েছিল
গানটি গেয়েছিলেন মান্না দে

না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি আমি
পেয়েছি আঁধার রাতে
না চাহিলে যারে পাওয়া যায়

না দেখিবে তারে, পরশিবে না গো
না দেখিবে তারে, পরশিবে না গো
তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো
তারায় তারায় রবে তারি বাণী
কুসুমে ফুটিবে প্রাতে

না চাহিলে যারে পাওয়া যায়

তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদলদলে করিছে সে টলোমল

মোর গানে গানে পলকে পলকে
ঝলসি উঠিছে ঝলকে ঝলকে
শান্ত হাসির করুণ আলোকে
ভাতিছে নয়নপাতে

না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি আমি
পেয়েছি আঁধার রাতে
না চাহিলে যারে পাওয়া যায়



Credits
Writer(s): Rabindranath Tagore, Srabani Sen
Lyrics powered by www.musixmatch.com

Link