Eto Anandodhwani

এত আনন্দধ্বনি উঠিল কোথায়
এত আনন্দধ্বনি উঠিল কোথায়
জগতপুরবাসী সবে কোথায় ধায়
এত আনন্দধ্বনি উঠিল কোথায়
এত আনন্দধ্বনি

কোন অমৃতধনের পেয়েছে সন্ধান
কোন অমৃতধনের পেয়েছে সন্ধান
কোন সুধা করে পান
কোন আলোকে আঁধার দূরে যায়

এত আনন্দধ্বনি উঠিল কোথায়
জগতপুরবাসী সবে কোথায় ধায়
এত আনন্দধ্বনি উঠিল কোথায়
এত আনন্দধ্বনি উঠিল কোথায়



Credits
Writer(s): Rabindra Tagore, Prabir, Pintu
Lyrics powered by www.musixmatch.com

Link