Pantho Ekhono Keno

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ
পান্থ, এখনো কেন

গগন মগন নন্দন আলোক উল্লাসে
গগন মগন নন্দন আলোক উল্লাসে
লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ
পান্থ, এখনো কেন

রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে
কেন আত্মসুখ দুঃখে শয়ান
রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে
কেন আত্মসুখ দুঃখে শয়ান
জাগো জাগো, চলো মঙ্গলপথে
জাগো জাগো, চলো মঙ্গলপথে
যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ

পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ
হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ
পান্থ, এখনো কেন



Credits
Writer(s): Rabindra Tagore, Prabir, Pintu
Lyrics powered by www.musixmatch.com

Link