Khoda Tomay - Unplugged

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন
আইবো না দিন যাইবো এমন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন
আইবো না দিন যাইবো এমন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম

আড়াই গজের কাপড় মুইড়া রওনা হইবো কান্ধে কইরা
আড়াই গজের কাপড় মুইড়া রওনা হইবো কান্ধে কইরা
মুসল্লিরা পইড়া দোয়া গো শুয়াই দিবো অন্ধকার ঘরে

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন
আইবো না দিন যাইবো এমন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম

কোরান বানী স্মরণ কইরা ঈমানটারে শক্ত করো
কোরান বানী স্মরণ কইরা ঈমানটারে শক্ত করো
রসূল পথের পথিক হইয়া গো আখেরাতের পথ তুমি ধরো

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন
আইবো না দিন যাইবো এমন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম

খোদা তোমায় ডাকবো যখন
মন দুনিয়াটা বড় অচিন তখন
আইবো না দিন যাইবো এমন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম

মন দুনিয়াটা বড় অচিন তখন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম
মন দুনিয়াটা বড় অচিন তখন
শুধু হাসি খেলায় কাটবো না সাধের জনম



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link