Biday Bandhobi Biday

আমি তোমাকেই আরধ্য জানি
তাই তোমারই আরাধনায়
নতুন কাব্য লিখেছিলাম
যা ছিঁড়েছি ভীষণ ব্যথায়

তুমি মনের সিঁড়ির প্রতিটি ধাপে
রাখো আত্ম-প্রবঞ্চনা
তুমি ভাবতেই ভালোবাসো আমি
খুব বোকা, কিছুই বুঝি না

তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়

বিদায়, বান্ধবী, বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায়, বান্ধবী, বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়

তুমি শান্তি চুক্তির নামে
বারবার এসেছো আমার ঘরে
আমি অতীতেও করেছি ক্ষমা
করবো আবার আসো যদি পরে

তুমি ধনুকের মতো টঙ্কার দিলে
অন্তর মধ্যভাগে
আমি এখনও নীরব আছি
আমি নীরব ছিলামও আগে

তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়

বিদায়, বান্ধবী, বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায়, বান্ধবী, বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়

ভুলে যেও, ভুলে যেও আমায়
আমিও ভুলে যাবো
বিদায়, বান্ধবী, বিদায়
বিদায়, বান্ধবী, বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link