Jete Jete

চলে যেতে যেতে দিন বলে
রাত শেষে আসবো আবার
দিন রাখে কথা আসে ফিরে
তুমি তো আসলে না আর
চলে যেতে যেতে দিন বলে
রাত শেষে আসবো আবার
দিন রাখে কথা আসে ফিরে
তুমি তো আসলে না আর
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।
অনন্ত নক্ষত্রবীথি
তার নিয়মে ঠিকই চলে
শুধুই জগতের কোনও কোনও মানুষ
কথা ভাঙ্গে কথা ছলে
হৃদয় নেই চোখ নেই
তোমাকে সে দলে ফেলেই
কোন ক্ষতি কি তাতে হবে তোমার
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।
এখনো হৃদয়ে অমাবস্যার চেয়ে
বড় বেশী অন্ধকার
সেখানে প্রয়োজন জোছনারই আলো
সে আলোর ভালবাসার
ফিরে এসো রোদ হয়ে
মন পথে যাও বয়ে
কোনও ক্ষতি তাতে হবেনা তোমার
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।
চলে যেতে যেতে দিন বলে
রাত শেষে আসবো আবার
দিন রাখে কথা আসে ফিরে
তুমি তো আসলে না আর
চলে যেতে যেতে দিন বলে
রাত শেষে আসবো আবার
দিন রাখে কথা আসে ফিরে
তুমি তো আসলে না আর
হায় এক বার
ফিরে যদি বলতে আমায়
মুখোমুখি হয়ে
কোনও দিনও ভালোবাসিনি তোমায়।



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link