Bhoot Aar Tilottoma, Pt. 2

কালকে তোমায় দেখাচ্ছিল বেশ
উদ্ধত আর উদ্যত সেই সুখের নীলাবেশ
একদিন থাকতাম সেইসব দৃশ্যতে
আজকে তাড়া, ছাড়ছি পাড়া, মিশছি বিশ্বতে

কে আর বাঁধবে আমায়, রাঁধবে
আমার জন্য রাতের খাদ্য
আমি কঠিন, তস্য কঠিন
জটিল-কুটিল উপপাদ্য
আমার তুমি বধ্যভূমি
আবার তুমি স্থিতি জাড্য
কাজেই মরছি এবং পড়ছি
আমার বেঁচে থাকার শ্রাদ্ধ

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা
মনে আগুন, বনে ফাগুন
যেন ভূত আর তিলোত্তমা
বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও, ধৃষ্টতা ক্ষমা

প্রিয়তমা, হয়ে বোমা, যাও ফেটে পড়ো কেটে
ষড়যন্ত্রী তোমার entry prohibited এত late-এ
ছাড়ো কাব্য, পরে ভাববো, আপাতত ক্ষিদে পেটে
Sorry, কাকা, আরও টাকা
আমার লাগবে দ্রুত rate-এ

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা
অসমাপ্ত পরে প্রাপ্ত বাজেয়াপ্ত তর্জমা

বলো কি চাও, বলে উধাও
হয়ে যাও, ধৃষ্টতা ক্ষমা

কে আর বাঁধবে আমায়, রাঁধবে
আমার জন্য রাতের খাদ্য
আমি কঠিন, তস্য কঠিন
জটিল-কুটিল উপপাদ্য
আমার তুমি বধ্যভূমি
আবার তুমি স্থিতি জাড্য
কাজেই মরছি এবং পড়ছি
আমার বেঁচে থাকার শ্রাদ্ধ

প্রিয়তমা, কত trauma, দাঁড়ি-কমা আছে জমা
অসমাপ্ত



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link