Etwastata

ইতস্তত দুঃখ যত
অবিরত হচ্ছে জয়ী
তোমার ক্ষত আমার মতো
এসো, আমরা বন্ধু হই

হাতের শিরা পাচ্ছে পীড়া
স্মৃতিকে blade না হয় কাটলোই
তোমার ক্ষত আমার মতো
এসো, আমরা সঙ্গী হই

বেশি বুঝে ফেলো না
বেশি বোঝা ভালো না
অসতর্ক ব্যবহারে ভাঙে মনের খেলনা
কার জন্য কে ছিলো, আর কে যে কাকে পেলো না
আমি অতুলনীয়, তাই করছি না তুলনা

কোনো सवेरा-র এই ঘরে ফেরার প্রতীক্ষায় থাকবোই
চোখের শর্ত পারলে পড় তো
বন্ধুত্ব চাইছে বন্ধুত্বই

চোখ ভুলে পথ হাঁটো, আর খানা-খন্দে পড়ো না
মুখ তুলে মুখ না দেখবার জিদকে আঁকড়ে ধোরো না
আমাকেও করলেও please, নিজেকে অস্বীকার কোরো না
দেহের সঙ্গে লড়তে পারো, ছায়ার সঙ্গে লড়ো না

চোট-আঘাতের নির্দয় রাতে
সেরা ওষুধ স্বপ্নই
হাতের রেখায় ঠিক-ভুল লেখায়
বন্দি না হয়ে বন্ধু হই

ও, হাতের শিরা পাচ্ছে পীড়া
স্মৃতিকে blade না হয় কাটলোই
তোমার ক্ষত আমার মতো
এসো, আমরা সঙ্গী হই

তোমার ক্ষত আমার মতো
এসো, আমরা বন্ধু হই
তোমার ক্ষত আমার মতো
এসো, আমরা...



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link