Sono Aamra Ki

শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারিনা?
যত পুরনো অতীত, ভুলে যেতে পারিনা?
জানি হতাশের দিনে, সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা
শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারিনা?
যত পুরনো অতীত, ভুলে যেতে পারিনা?
জানি হতাশের দিনে, সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা
শোনো, আমরা কি সবাই...
শোনো, আমরা কি সবাই...

শোনো, কে ডেকে যায় আমায়
কে আমায় স্বাগত জানায়?
ভবিষ্যতের
শরিক হতে

দেখো, কে দিচ্ছে হাতছানি
সামনে সুদিন আমি জানি
পারবে কি তুমি
আমার সঙ্গী হতে?

জানি নিঃস্ব ছিলে তুমি
রণক্লান্ত আমিও
আর যুদ্ধ জিতে ফিরে
শান্তিতে ঘুমিও
আর স্বপ্নের আকাশে
যদি রংধনু ওঠে
কাল গাইতেই পারে গান
সব শত্রু একজোটে
শোন আমরা কি সবাই ...
শোন আমরা কি সবাই ...

সোজাসোজি আজ তর্ক হোক
চোখে চোখ রেখে দিই ধমক
হয়ে যাক फ़ैसला
ট্রালালা লা ট্রালালা
মোর নেশা-অন্ধকার মনে
ভুল বোঝাবুঝি জাল বোনে
আমার বিশ্বাস নেই আর ক্ষমায়
এসো শাস্তি দিই আজ তোমায়

এই গানটাই হতে পারে
বন্ধুত্বের হাতকড়া
গানটাই ভোলাতে পারে
সব অভিযোগ মনগড়া
অপমানের ক্যাকটাস-এ ক্ষতবিক্ষত স্মৃতিটা
ভুলে এখানেই টেনে দিই
সব ঝগড়ার ইতিটা

শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারিনা?
যত পুরনো অতীত, ভুলে যেতে পারিনা?
জানি হতাশের দিনে, সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা
শোনো, আমরা কি সবাই...
শোনো, আমরা কি সবাই...
শোনো, আমরা কি সবাই...
শোনো, আমরা কি সবাই...



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link