Prankrishna - Original

প্রাণকৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী

কৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত ফুল এনে
রুক্মিণীকে দিয়েছে আর এই কথা নারদ গিয়ে
সত্যভামার কানে লাগিয়ে দিয়েছে
তাই রানী সত্যভামা কৃষ্ণকে বলছে

প্রাণকৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী
পারিজাত পুষ্প মুক নি দিলা মুরারী প্রাণ
কৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী

স্বর্গ হন্তে আনিলন্ত পুষ্প পারিজাত
স্বর্গ হন্তে আনিলন্ত পুষ্প পারিজাত
আমাকনি দিলা, পুষ্প দিলা রুক্মিণীক
আমাকনি দিলা, পুষ্প দিলা রুক্মিণীক

প্রাণকৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী

কৃষ্ণ তখন বলছে
"সত্যভামা, আমি রুক্ষিনীকে সামান্য একটা
পারিজাত ফুল দিয়েছি বলে তুমি এমন করছ?
তোমার জন্য আমি কী করব জানো?"

ন করিবা দুঃখ প্রিয়ে, না কান্দিবা তুমি
ন করিবা দুঃখ প্রিয়ে, না কান্দিবা তুমি
স্বর্গক হন্তে আনি দিব কত পুষ্প আমি
স্বর্গক হন্তে আনি দিব কত পুষ্প আমি

প্রাণকৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী
পারিজাত পুষ্প মুক নি দিলা মুরারী প্রাণ
কৃষ্ণ এ কিনময়ী অভাগিনী নারী
কিনময়ী অভাগিনী নারী
কিনময়ী অভাগিনী নারী



Credits
Writer(s): Swapan Basu
Lyrics powered by www.musixmatch.com

Link