Sankat Din Jay Go - Original

দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়

সাপের সংকট যেমনধারা, ছুঁচো যদি গেলে
আর বাপের সংকট তেমন যদি অন্ধ হয় তার ছেলে
আর চোরের সংকট যেমনধারা চাঁদনী রাতের আলো
আর আইবুড়ো মেয়েদের সংকট যেমন রঙ যদি হয় কালো

দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়

আরে, কানার সংকট খানার ধারে, যেমন পানার সংকট হাঁস
আর কেরানিদের সংকট যেমন কাবার হলে মাস
আর শ্রমিকদেরই সংকট যেমন চতুর্দিকে ছাঁটাই হলে
আর মেদনীপুর জেলার সংকট যেমন প্রতি বন্যার জলে

দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়

একটা গল্পকথা আজকে হেথা সভায় বলে যাই
কী বইটাতে যেন পড়েছিলাম, তার নাম তো মনে নাই
কে যেন কী কোথায় নাকি ছেলে কোলে করে
ডাক্তারখানায় গিয়েছিল ভাই গো, ওষুধ নেবার তরে

বলে, "ডাক্তারবাবু দেখো না গো ছেলেটার কী হলো?
আরে টিপটিপ টিপটিপ করছে কেন ওর মাথার ব্রহ্মতেলো"
আরে ডাক্তারও সে তিন দিন ডাক্তার, বলে "চিন্তা কিছু নাই!
আরে, টুকটুক করে হাতুড়ির ঘা মারো না সদাই"

আরে এই না শুনে খোকার বাবা কী কম্ম করেছে
ওই সদ্যোজাত শিশুর মাথায় হাতুড়ি ঠুকেছে
হাতুড়ির চোটে তো শিশু পেয়ে গেল অক্কা
নাড়াচাড়া করে দেখে তার পরানপুরুষ ফক্কা

তাড়াতাড়ি খোকার বাবা ডাক্তারখানায় এসে
বলে, "কী ওষুধ দিলে গো ডাক্তার, অতি সর্বনেশে!"
খোকার বাবা বলে, "ডাক্তার, আমার খোকা মরে গেছে"
ডাক্তার বলে, "তা তো গেছে, রোগটা তো সেরেছে"

দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়

আমার মাথায় হলো সর্পাঘাত, আর ওরা পেটে বাঁধে কানি
আর চক্ষে হলো ম্যালেরিয়া, নখে পরলো ছানি
রামার ঘরের আগুন লাগায় শ্যামার ঘরের চালে
আর আমার ঘরের জলের ঘটি নিজের মাথায় ঢালে

মোদের পেটে পড়লো চরা, আর ওদের নামে ভুঁড়ি
আর হাওয়ার ভরে যাচ্ছে উড়ে দেশের জীবন ঘুড়ি
ওরা মাঝে মাঝে ছাড়ে, আর নাটাই ধরে টানে
আর আমরা টান খেতে খেতে ছুটে চলি ভাই শ্মশান ঘাটের পানে

দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়

দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়
দিন যায় গো, কাঁদিয়া কাঁদিয়া দিন যায়



Credits
Writer(s): Gurudas Paul
Lyrics powered by www.musixmatch.com

Link