Thakile Doba Khanaa - Original

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না

জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়
আর আগুনেরই সম্ভব যেমন সব কিছু পোড়ায়
আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়
আর আগুনেরই সম্ভব যেমন সব কিছু পোড়ায়
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
তাকে না ধরিলে বস্তু কাটে উইপোকায়

পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে
পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে
সে শুধুই কা-কা করে
সে শুধু কা-কা করে, "কৃষ্ণ" বলে না
স্বভাব তো কখনো যাবে না

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না

সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল
আর ছেলেছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল
আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল
আর ছেলেছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল
আর বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
আর বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিকে পড়বে ছিঁড়ে, তারই লালসায়

বুনো ওল খেলে পরে গলাটা কুটকুট করে
বুনো ওল খেলে পরে গলাটা কুটকুট করে
যেমন সিঁধেল চোরে ধরা পড়ে
যেমন সিঁধেল চোরে ধরা পড়ে কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না

ভন্ড যোগী জটাধারী তিলক ফোঁটা গায়
আর গণতন্ত্রের মন্ত্র নিয়ে ডুগডুগি বাজায়
আরে ভন্ড যুগে জটাধারী তিলক ফোঁটা গায়
আর গণতন্ত্রের মন্ত্র নিয়ে ডুগডুগি বাজায়
আরে মুখেতে অহিংসার বাণী, হাতে শিশুর খুন
আরে মুখেতে অহিংসার বাণী, হাতে শিশুর খুন
আর গুণের গুণী গুনগুনাগুন গাইতেছে রাম ধুন
আর গুণের গুণী গুনগুনাগুন গাইতেছে রাম ধুন

গুণীরা বেগুন কাটে জনগন তুলবে লাটে
গুণীরা বেগুন কাটে জনগন তুলবে লাটে
মাঠে মাঠে চলছে তারই প্রস্তুতি জল্পনা
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না



Credits
Writer(s): Gurudas Paul
Lyrics powered by www.musixmatch.com

Link