Tumi Raja Moder Raja

রাজা, মোদের রাজা, প্রাণের রাজা, ভাই
তুমি রাজা, মোদের রাজা, প্রাণের রাজা, ভাই
আমরা তোমার খাস পালঙ্কের প্রজা যে সবাই
তোমায় পেরনাম জানাই, তোমায় পেরনাম জানাই
রাজা, পেরনাম জানাই

চাকাই-কে-নাকাধুম, চাকাই-কে-নাকাধুম
তেরেকেটে-মেরেকেটে-ফাঁক, তেরেকেটে-মেরেকেটে-ফাঁক
তেরেকেটে-মেরেকেটে-ফাঁক-ফাঁক-ফাঁক

সাধুচরণ যুধিষ্ঠিরের দেখবে এবার ভোজবাজি
৫০ হাজার টাকার খেলা, ইচ্ছে হয় খায় ডিকবাজি
ছুঁচো, পাজি, যা করবে করো আজি

আর দুটো দিন সবুর করো, হাতিয়ে টাকা নেবো
আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেবো
ওরে, তুলে আছাড় দেবো, ধরে তুলে আছাড় দেবো

দোহাই আমার বাড়া ভাতে দিও না আর ছাই
দোহাই আমার বাড়া ভাতে দিও না আর ছাই
পেরনাম জানাই, রাজা, পেরনাম জানাই
রাজা, পেরনাম জানাই

তুমি রাজা, মোদের রাজা, প্রাণের রাজা, ভাই
তুমি রাজা, মোদের-

রাগ-কেটে-কেটে-কেট, খিট-কেটে-কেটে-কেট
রাগ-কেট খিট-কেট রাগ-কেট খিট-কেট
রাগ-কেটে-কেটে-কেট-ভাগ
খিট-কেটে-কেটে-কেট-ভাগ-ভাগ-ভাগ

ঝুটঝামেলা আর করো না, সোনা, লক্ষ্মী সোনা
স্যাকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেবো দানা, দানা
গড়িয়ে দেবো দানা, দানা, গড়িয়ে দেবো দানা
মুরোদ আছে জানা!

আর দুটো দিন সবুর করো, দেখবে টাকার খেলা
আবার যদি কাঁদো তবে বুঝবে পরে ঠেলা, ঠেলা
বুঝবে পরে ঠেলা, ঠেলা, বুঝবে পরে ঠেলা

হাসিখুশি মুখখানা যে দেখতে শুধু চাই
হাসিখুশি মুখখানা যে দেখতে শুধু চাই
পেরনাম জানাই, রাজা, পের-
পেরনাম জানাই

তুমি রাজা, মোদের রাজা, প্রাণের রাজা, ভাই
তুমি রাজা, মোদের রাজা, প্রাণের রাজা, ভাই



Credits
Writer(s): Shibdas Banerjee, Ajoy Das
Lyrics powered by www.musixmatch.com

Link