Niruddesher Thikanay

পার্কস্ট্রিটে শেষবার দেখা গেছে সুধাকে সপ্তাহখানেক আগে
পরনে রঙিন শাড়ি, চোখে মুক্তির ছবি সুখস্বপ্নের কোলাজে
পার্কস্ট্রিটে শেষবার দেখা গেছে সুধাকে সপ্তাহখানেক আগে
পরনে রঙিন শাড়ি, চোখে মুক্তির ছবি সুখস্বপ্নের কোলাজে

হারিয়ে যাবার আগের জীবনটা তার ছিল বড়ো সাধারণ
সরল স্বাভাবিক গতি ছিল তার, হঠাৎ নাড়া খেলো কখন
তার মনে হলো উদ্দেশ্য নিয়ে চলা অনেক হয়েছে, আর নয়
আমি পড়ছি নিরুদ্দেশের খবর, মোটেও ইয়ার্কি নয়

যদি দেখা যায় তাকে কোথাও, তাকে অভিনন্দন জানাও
বলো, "এগিয়ে যাও, বন্ধু, লক্ষ্যহীন পথে নিরুদ্দেশের ঠিকানায়"

সকালে ঘুম থেকে উঠে বেজার মুখে ছোটা বাজারে
তারপরে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে করে অঙ্ক শেখাও ধরে ধরে
সকালে ঘুম থেকে উঠে বেজার মুখে ছোটা বাজারে
তারপরে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে করে অঙ্ক শেখাও ধরে ধরে

সহধর্মিণী চিৎকার করে ওঠে, "পেঁয়াজটা আনোনি কেন?"
"অসহ্য!" বলে-টলে কানুবাবু বেরোলেন কখনো ফিরবেন না যেন
সত্যি সত্যি কানুবাবু আর ফিরলেন না বাড়িতে
আমি পড়ছি নিরুদ্ধেশের খবর তোমার অদূরদর্শনেতে

যদি দেখা যায় তাকে কোথাও, তাকে অভিনন্দন জানাও
বলো, "এগিয়ে যাও, বন্ধু, লক্ষ্যহীন পথে নিরুদ্দেশের ঠিকানায়"

সেদিনের আলোলিকা পতিব্রতা বলে পরিচিত ছিল পাড়াতে
স্বামীর জন্যে সে বেলুড়ে যেতো, যেতো ক্যামাক স্ট্রিটের bar-এতে
সেদিনের আলোলিকা পতিব্রতা বলে পরিচিত ছিল পাড়াতে
স্বামীর জন্যে সে বেলুড়ে যেতো, যেতো ক্যামাক স্ট্রিটের bar-এতে

একদিনে আলোলিকা বারান্দায় দাঁড়িয়ে আনমনে ছিল একা
হঠাৎ দেখলো একটি ছেলে তাকিয়ে তার দিকে, সেও একা
শেষবার আলোলিকাকে দেখা গেছে সেই ছেলেটার হাতে হাত রেখে
আমি পড়ছি নিরুদ্দেশের খবর, পোস্টবক্স নিরুদ্দেশে

যদি দেখা যায় তাকে কোথাও, তাকে অভিনন্দন জানাও
বলো, "এগিয়ে যাও, বন্ধু, লক্ষ্যহীন পথে নিরুদ্দেশের ঠিকানায়"



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link