Barir Kotha Sesh Hoyeche

বাড়ির কথা শেষ হয়েছে, এখন গলির মোড়ের চায়ের এই দোকান
কলকা কাপে ঘেন্না, এখন ভাঁড়ের দিকে তাকান
বাড়ির কথা শেষ হয়েছে, এখন গলির মোড়ের চায়ের এই দোকান
কলকা কাপে ঘেন্না, এখন ভাঁড়ের দিকে তাকান

বয়স বাড়ে হায় রে চশমা কাঁচে, জীবন বাঁধা অন্য ধাঁচে
হৃদয় দিয়ে নিন্দে গেলেন সজাগ রেখে দু'কান
বয়স বাড়ে হায় রে চশমা কাঁচে, জীবন বাঁধা অন্য ধাঁচে
হৃদয় দিয়ে নিন্দে গেলেন সজাগ রেখে দু'কান

বাড়ির কথা শেষ হয়েছে, এখন গলির মোড়ের চায়ের এই দোকান
কলকা কাপে ঘেন্না, এখন ভাঁড়ের দিকে তাকান

জীবন এখন হায় রে হওয়াই চটি, safety pin-ই ভরসা
ছেঁড়া জামা, খোলা বোতাম, পকেট সাদা ফরসা
জীবন এখন হায় রে হওয়াই চটি, safety pin-ই ভরসা
ছেঁড়া জামা, খোলা বোতাম, পকেট সাদা ফরসা

বাড়ির কথা শেষ হয়েছে, এখন গলির মোড়ের চায়ের এই দোকান
কলকা কাপে ঘেন্না, এখন ভাঁড়ের দিকে তাকান
বাড়ির কথা শেষ হয়েছে, এখন গলির মোড়ের চায়ের এই দোকান
কলকা কাপে ঘেন্না, এখন ভাঁড়ের দিকে তাকান



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link